Breaking
24 Dec 2024, Tue

নিজের জন্মদিনে চা বাগানের অসহায় মানুষদের হাতে খাদ্য দ্রব্য তুলে দেওয়া হল

জেএনএফ ওয়েব ডেস্ক :- নিজের জন্মদিন বন্ধুদের নিয়ে কেক কেটে ফুর্তি করে পালন না করে চা বাগানের অসহায় মানুষদের হাতে সামান্য কিছু খাবার তুলে দিয়ে জন্মদিন পালন করলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার চেয়ারম্যান অরিন্দম বিশ্বাস। এভাবে জন্মদিন পালন করে মানবিকতার পরিচয় দিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। সেই জন্ম দিন উপলক্ষে ফালাকাটার জটেশ্বর সংলগ্ন লক্ষীপুর চা বাগান এলাকায় প্রায় ৪০ জন অসহায় মানুষের হাতে বিকেলের খাবার তুলে দেন তিনি। এদিনের উপস্থিত ছিলেন ওই সংগঠনের ফালাকাটা শাখার চেয়ারম্যান অরিন্দম বিশ্বাস, সম্পাদক- নিধু বৈদ্য, কোষাধ্যক্ষ- রাজদীপ সাহা, ফালাকাটা সদর কো- অর্ডিনাটোর – দীপঙ্কর মণ্ডল, সদস্য – রোহিত সা, প্রসেনজিৎ দাস প্রমুখ।

Developed by