Breaking
24 Dec 2024, Tue

করোনা আবহে বুকিং শূন‍্য আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো

জেএনএফ ওয়েব ডেস্ক:- প্রায় দুই মাস বাদে পুজো কিন্তু বুকিং শূন‍্য আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো। আলিপুরদুয়ার জেলার চিলাপাতা, জলদাপাড়া, জয়ন্তী,রাজাভাতখাওয়া প্রায় সব পর্যটন কেন্দ্রে পুজোর বুকিং শূন‍্য। কোথাও নেই পুজোর বুকিং মাথায় হাত পর্যটন ব‍্যবসায়ীদের।
আলিপুরদুয়ার জেলার পর্যটন ব‍্যবসায়ীরা জানান, যে প্রতিবছর এই সময়ে কালিপুজো অবধি পুজোর বুকিং হয়ে যায়, কিন্ত এবছর কোনো বুকিং নেই। এমনকি গত বছর করোনা আবহেও পুজোর বুকিং ঠিকই ছিল এমন সময়ে অধিকাংশ এলাকার বুকিং হয়ে গিয়েছিল কিন্ত এবছর পুজোর বুকিং একেবারে শূন‍্য। এই বিষয়ে পর্যটন ব‍্যবসায়ী অভিক গুপ্ত জানান, পর্যটকদের কাছে একটা ভূল বার্তা চলে গেছে যে এখানে এলে হয়তঃ করোনা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে। এজন‍্য অনেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসছেনা।

Developed by