Breaking
1 Nov 2024, Fri

পাঁচ লক্ষ টাকার শাল কাঠ সহ দুজনকে গ্রেফতার করল সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা

জেএনএফ ওয়েব ডেস্ক:-ফের একবার সাফল্য পেল বনদপ্তর। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবার মান্তাদারি এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জর রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বে বনকর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় শাল কাঠ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম অভিজিৎ দে সরকার ও চার্জার কুজুর। দুজনেই খড়িবাড়ি এলাকার বাসিন্দা। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যান থেকে ১০টি শাল কাঠের লক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া শাল কাঠগুলো গেছে ওদলাবাড়ি দিক থেকে পিকআপ ভ্যানে করে শাল কাঠ নিয়ে যাচ্ছিল শিলিগুড়ি মেডিকেল মোড়ের কাছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বনকর্মীরা। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Developed by