Breaking
25 Dec 2024, Wed

করোনার সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা জলপাইগুড়ি শহরে

জেএনএফ ওয়েব ডেস্ক :-জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমণ রুখতে সচেতনতা বার্তা অব‍্যাহত শহর জলপাইগুড়িতে। এদিন মাইকিং মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় রাত্রি আটটার পর কোনো দোকান বা বানিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। দোকান বা বানিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলে পাঁচশো টাকা ফাইন করা হবে। পাশাপাশি যারা শহরে মাস্ক ছাড়া রাস্তায় বের হবে তাদের বিরুদ্ধে একশো টাকা স্পট ফাইন করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের এবং পুরসভার পক্ষ থেকে সর্ব স্তরের নাগরিক বৃন্দদের মাইকিং এর মধ্য দিয়ে শহর জুড়ে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় । করোনা অতিমারি বেড়েই চলেছে শহর জলপাইগুড়িতে। সচেতন হোন আতঙ্ক ছড়াবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন মাস্ক পড়ুন স্বাস্থ্য বিধি মেনে চলুন। করোনার সংক্রমণ আটকাতে।

Developed by