জেএমএফ ওয়েব ডেস্ক :-কোভিড বিধি মেনে ১২ বছরের নিচে শিশুদের মায়েদের ভ্যাক্সিনেশন কর্মসূচি শান্তিপুর নীরসিংহ পুর উপস্বাস্থ্য কেন্দ্রে। বৃহস্পতিবার সকাল থেকেই উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ১২ বছরের নিচে শিশুদের মায়েদের লম্বা লাইন ভ্যাকসিন নেওয়ার জন্য। উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা জানান, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই ১২ বছরের নিচে শিশুদের মায়েদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ভ্যাক্সিনেশন কর্মসূচির আয়োজন করা হয়। যাতে করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ থেকে তারা রক্ষা পায়, মায়েরা সুরক্ষিত থাকলেই শিশুরাও সুরক্ষিত থাকবে। আশা কর্মীরা জানান, আজকের এই ভ্যাক্সিনেশন কর্মসূচিতে ১৫০ জন মায়েদের ভ্যাকসিন দেওয়া হবে। তারা এও জানান আমাদের আশা কর্মীরা এলাকায় ঘুরে ঘুরে ১২ বছরের নিচে শিশুদের প্রত্যেক মায়েদের চিহ্নিতকরণ করে তাদের হাতে টোকোন পৌঁছে দেয়, সেই মতই লিস্ট অনুযায়ী একে একে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলছে। তবে কোভিড বিধি মেনে সকলে মাস্ক পরে আসছে কিনা সেই দিকেও লক্ষ রাখা হচ্ছে।