Breaking
25 Dec 2024, Wed

রবীন-বিমান-হায়দারের স্মরণ অনুষ্ঠানে এসে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্তের অভিযোগ, উদ্বেগ প্রকাশ রবীন্দ্রনাথের

জেএনএফ ওয়েব ডেস্ক :-এক সময়কার সিপিআইএম নেতারাই এখন বিজেপিতে গিয়ে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছে। আজ কোচবিহার মা ভবানী চৌপথী এলাকায় দলের জেলা কার্যালয়ে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, ১৯৮৮ সালের ৪ আগস্ট ভেজাল তেল খেয়ে অসুস্থ হয়ে পড়াদের সুচিকিৎসার দাবিতে কোচবিহারে আন্দোলন করতে গিয়ে তৎকালীন পুলিশের গুলিতে নিহত হন রবীন বিমান ও হায়দার। তাঁদের প্রত্যেক বছর শ্রদ্ধা জানানো হয়। ওই সময় যে সিপিএম নেতারা অশান্তির সৃষ্টি করেছিল। তারাই আজ বিজেপিতে গিয়ে বঙ্গভঙ্গের কথা বলে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা জুরে আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ বাবু।
এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের শহীদ শ্রদ্ধা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও বিধায়ক জগদীশ বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ সহ জেলার বেশ কয়েকজন প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন। ওই শ্রদ্ধা অনুষ্ঠানের পর কোচবিহার শহর লাগোয়া বাবুরহাট এলাকায় শহিদ রবীনের বাড়িতে একটি শ্রদ্ধা অনুষ্ঠানেও যোগ দিতে রবীন্দ্রনাথ বাবুরা যাবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি কোচবিহার সাগরদিঘি চত্বরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণ অনুষ্ঠান করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বেশ কয়েকজন নেতা কর্মী। রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, রবীনের বাড়ির শ্রদ্ধা অনুষ্ঠান থেকে ফিরে সাগরদিঘি চত্বরের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তাঁরা।

Developed by