জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়িতে নজরদারি বাড়াতে বুধবার এরিয়াল সার্ভিলেন্স সিস্টেম উদ্ধোধন করলে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌবর শর্মা। এদিন এয়ারভিউ মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌবর শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আজকে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারের রেজিং ডে। কোভিড বিধি মেনে আমরা কোন বড় অনুষ্ঠান করলাম না। রেজিং ডেতে খুবই একটা দরকার ছিল। পুলিশিং এর একটা এডিসোন আমরা করলাম। যেটা আছে এরিয়াল সার্ভিলেন্স সিস্টেম ড্রোনের মাধ্যমে নজরদারি রাখার জন্য। আপনারা জানেন শিলিগুড়ি শহরে লয়েন অর্ডার থেকে শুরু করে ট্রাফিক,ক্রাইম ইসু আছে। তাই খুবই তত্পর হয়ে কাজ করতে হয়। এছাড়া নানা অনুষ্ঠান আছে। আমরা এই ড্রোনের মাধ্যমে সেই সার্ভিলেন্স ও নজরদারি আরও ভাল করতে চাইছি। যাতে পুলিশের যে পরিষেবা তা মানুষের কাছে পৌঁছাতে পারি। আপাতত একটাই ড্রোন চালু করা হল দরকার পড়ে আরও এড করা হবে। ড্রোনের মাধ্যমে নাইট কার্ফুতে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে।