Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়িতে ৫১৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার এক

জেএনএফ ওয়েব ডেস্ক:- মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট যৌথভাবে বানিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হেরোইন। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম অরবিন্দ বিশ্বাস। সে অসমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের কাছ থেকে ৫১৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। টাকা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে ধৃত দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক কারবারে যুক্ত ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

Developed by