জেএনএফ ওয়েব ডেস্ক :- বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি এস এফ আই এর পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) এর কাছে ডেপুটেশন দেওয়া হলো বুধবার। মাধ্যমিকে ১০০% পাশ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সকলকেই একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া, ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস এর সুবিধা, জলপাইগুড়ির বিভিন্ন চা বাগান সহ বিভিন্ন বিদ্যালয়গুলিতে অতিরিক্ত ফি যাতে না নেওয়া হয়- প্রভৃতির দাবি করা হয়েছে ডেপুটেশনে। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে বলেন, বিভিন্ন দাবিগুলোর মধ্যে বেশকিছু নিয়ে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো স্কুলে যাতে অতিরিক্ত ফি না নেওয়া হয় তার সরকারি আদেশ বিভিন্ন বিদ্যালয় পাঠানো হয়েছে বলে জানান তিনি।