জেএনএফ ওয়েব ডেস্ক :-সরকারি বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে মুখে মাক্স ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো ৫৫জনকে আটক করল শান্তিপুর থানা পুলিশ। বুধবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় করোনার সচেতনতা অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে অসচেতন ৫৫জনকে আটক করা হয়, এর আগেও রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট জেলা পুলিশের এসডিপিও প্রবীর মন্ডল এবং শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস এর নেতৃত্বে সরকারি ঘোষণা অনুযায়ী নাইট কারফিউ জারি হতেই সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে সচেতনতা প্রচার করা হয়। যে সকল দোকানদার রাত্রির নটার পড়ে দোকান খোলা রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। আজ একইভাবে শান্তিপুরের বিভিন্ন এলাকায় কঠোরভাবে পুলিশি অভিযান চালানো হয়, এবং যে সকল সাধারণ মানুষ মুখে মাস্ক ছাড়া অসচেতন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেককেই পুলিশি প্রশ্নের মুখে পড়তে হয়। জানা যায় অসচেতন ৫৫ জনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের প্রত্যেককেই শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়। তবে সাধারণ মানুষ যদি এখনও সচেতন না হয় তাহলে আগামী দিনে আরো কঠোরভাবে অসচেতন মানুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।