জেএনএফ ওয়েব ডেস্ক :-বীমা বেসরকারীকরণের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হলো পশ্চিমবঙ্গ সাধারণ বীমা কর্মচারী সমিতির সদস্যরা জলপাইগুড়িতে । সংগঠনের বক্তব্য সরকার কর্পোরেটদের স্বার্থে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাঙ্ক বীমা বেসরকারীকরণ করছে বলে অভিযোগ । দেশের সাধারণ মানুষের অর্থ কর্পোরেটদের হাতে তুলে দেওয়াই এই সরকারের নীতিবলেও অভিযোগ সংগঠনের । দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্যরা দেশজুড়ে সরকারের নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের অনুমতি না নিয়ে তা বেসরকারী কোম্পানির হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন নেতৃত্বরা । বেসরকারি কোম্পানি কোন শ্রম আইন নামের কোম্পানি কর্মচারীদের নির্মম শোষণ করছে এও অভিযোগ করেন । কাজের কোন নির্দিষ্ট সময় নেই ,নেই কাজ অনুযায়ী মজুরি। সংগঠনের নেতা অজয় রায় বলেন এই লড়াই দেশের মানুষের অধিকারের লড়াই। সরকার কোন কথা শুনছে না। কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা কর্পোরেটদের প্রতি সাধারণ মানুষের প্রতি নয়। কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। আমাদের লড়াই তার বিরুদ্ধে।