Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়িতে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার,গ্রেফতার দুই সরকারি আধিকারিক সহ সাত

জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাই মোড়ে অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ। এই ঘটনায় দুজন সরকারি আধিকারিক সহ সাতজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম অর্নব বোস,বিকাশ আগরওয়াল,নাসীর খান,রহিল খান,এ মাঝি,রাকেশ রঞ্জন দে ও দেবাশীষ ধর। এ মাজি কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট এবং অন্যজন জিএসটি অফিসার দেবাশিস ধর। দেবাশিস ধর বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে গত চারদিন আগে একটি কাঠ বোঝাই ট্রাক অসম থেকে শিলিগুড়িতে আসে। এবং শিলিগুড়ির একটি গোডাউনে লুকিয়ে রাখা ছিল। এরপরেই নজর রাখা শুরু হয়। মঙ্গলবার রাতে ট্রাকটি নিয়ে কলকাতা উদ্দেশ্য রওনা হওয়ার আগে আটক করা হয়। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছেন বনদপ্তর।

Developed by