জেএনএফ ওয়েব ডেস্ক :-বুধবার ভোরে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের অন্তর্গত বেলপাহাড়ি থানার ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে কয়েকটি দাঁতাল হাতি হানা দেয়। যার ফলে কয়েকটি মাটির বাড়ি হাতির দল ভেঙে দেয় বলে গ্রামবাসীরা জানান। যেভাবে প্রতিদিন এলাকায় হাতির দল ঢুকে পড়ছে তাতে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান। রঘুনাথপুর গ্রামের বাসিন্দ শরৎ কিস্কু বলেন বুধবার ভোরে আচমকা ঘরের সামনে হাতি চলে আসে ।হাতির দল এসে বাড়ির ক্ষতি করে । তিনি বিষয়টি বন দফতর কে জানিয়েছেন ।তিনি আরো বলেন যে তার বাড়ির পাশাপাশি আরও কয়েকজনের বাড়ি ভেঙ্গে দিয়েছে হাতির দল। তাই হাতির হামলার আশঙ্কায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে তিনি জানান। বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকায় হাতি যাদের ঘরবাড়ির ক্ষতি করেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর তাদের কে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘর বাড়ির পাশাপাশি চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল বলে স্থানীয় বাসিন্দারা জানান। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে রঘুনাথপুর গ্রামের বাসিন্দারা জানান।