Breaking
24 Dec 2024, Tue

পথ দূর্ঘটনায় মৃত ১ আহত ১

জেএনএফ ওয়েব ডেস্ক :-সাতসকালে পথ দূর্ঘটনায় মৃত্যু হল একজনের ঘটনায় আহত আরও একজন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরীতে। বেথুয়া ডহরি  যুগপুরে ফ্লাই ওভারের কাছে ১২ নং জাতীয় সড়কের ওপর দূর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র ও স্থানীয় সূত্রে খবর, বহরমপুর গামী ছোটো হাতি যুগপুরে ফ্লাইওভারের কাছে  দাড়িয়ে থাকা একটি লড়িতে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় ছোটো হাতি চালক বিকাশ বিশ্বাস। মৃত চালকের বাড়ি বহরমপুর গান্ধী কলোনিতে। গুরুতর আহত হন গাড়ির খালাসিও । নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি উৎপল পাঁজাকে আশঙ্কা জনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Developed by