Breaking
24 Dec 2024, Tue

নবদ্বীপের বাস্তব নগর এলাকায় গঙ্গার জলে প্লাবিত ১৫০ পরিবার

জেএনএফ ওয়েব ডেস্ক  : নবদ্বীপের বাস্তব নগর এলাকা গঙ্গার জল প্লাবিত । জলে প্লাবিত প্রায় ১৫০ পরিবার । অনেকে ত্রিপল খাটিয়ে অনেকে আবার লোকের বারিতে আশ্রয় নিয়েছে । একদিকে যেমন পানীয় জলের সমস্যা অন্যদিকে খাবারের সমস্যা । খোজ নেয়না প্রশাসন ।ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ ।প্রতিবছর এই দিন আসলেই গঙ্গার জলে প্লাবিত হয় এই এলাকা । অভিযোগ কোনো প্রশাসনের তরফ থেকে কেও এসে খোজ নেয়না । ২ বছর আগে একবার বিডিও সাহেব আসলেও আর দেখা মেলেনি কারো।স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ভোটের সময় আসনে দেখা যায় তারপর আর দেখা মেলেনা ।

Developed by