Breaking
24 Dec 2024, Tue

সরকারি কর্মচারীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :-অ্যাসিড হামলা সরকারি কর্মচারীকে। চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা গিয়েছে, জলপাইগুড়ি মোহিতনগর এলাকার বাসিন্দা শুভময় চক্রবর্তীকে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় তার হাত ও পিঠের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। শুভময় বাবু বলেন, সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলাশাসক দপ্তর থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে তার দিকে অ্যাসিড ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় তার হাত ও পিঠের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তৎক্ষণাৎ তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌছান। কর্তব্যরত চিকিৎসক বলেন কার্বলিক অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের বেশ কিছুটা অংশ। চিকিৎসা শুরু হয়েছে তার। কি কারনে দুষ্কৃতীরা তার ওপর অ্যাসিড হামলা করল তা বুঝতে পারছেন না তিনি। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Developed by