Breaking
24 Dec 2024, Tue

করোনার টিকাও পাননি গ্রামের একজনও, টিকাহীন গ্রাম নদীয়া জেলার মানিকনগর

গ্রামে ৪০০০ হাজার মানুষের বসবাস, এখনো কেউ করোনা টিকা পায়নি। বিডিও অফিস কিংবা থানা যেতে গেলে প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রান্ত করতে হয়। এলাকাই নেই কোন হাই স্কুল। কথা রাখেনি বাম এবং তৃণমূল সরকার। চরম দুর্দশা এবং অবহেলার মধ্য দিয়ে বসবাস করছেন তারা।
নদিয়ার একটি প্রত্যন্ত গ্রাম মানিকনগর । ২০২১ সাল এসেও এখানে সমস্যায় জর্জরিত এই গ্রামের প্রায় ৪০০০হাজার মানুষ । এই গ্রামটি অতীতে নদিয়ার শান্তিপুরের সাথে যুক্ত ছিল কিন্তু পরে গঙ্গার একদিকে ভাঙ্গন এবং অন্যদিকে গঙ্গায় চর পরে নদিয়ার থেকে আলাদা হয়ে বর্ধমান সংলগ্ন হলেও এখনো তাঁদের যে কোন সরকারি কাজের জন্য যেতে হয় গঙ্গা পার করে প্রায় ৩০ কিলোমিটার দূরে ।
  এই গ্রামে ঢুকেই প্রথম যেটা নজর আসলো তা হল এখানে করনার প্রভাবেও কারও মুখেই দেখা গেল না মাস্ক , নেই কোন সামাজিক দূরত্ব।এই গ্রামে প্রায় ৪০০০হাজার মানুষের বাস থাকলেও কোন বয়স্ক মানুষ থেকে বাচ্চা কারওরই হয় নি করোনার টিকা । স্থানীয় স্বাস্থকর্মী নিজেই স্বীকার করে নিয়েছেন এখানে কারও টীকা করন করা হয় নি ।

Developed by