Breaking
24 Dec 2024, Tue

বিজেপি কর্মীর দোকানে অগ্নিসংযোগের অভিযোগ, কাঠগোড়ায় তৃণমূল

জেএনএফ ওয়েব ডেস্ক :-এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ বক্সিরহাট থানার নাগারখানা এলাকায় ঘটনাটি ঘটে।একদিকে কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লক জুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারংবার প্রকাশ্যে আসছে। অন্যদিকে বিধানসভা ভোট পর্ব মিটে গেলেও তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে তুফানগঞ্জ ২ নং ব্লক জুড়ে। যদিও অগ্নিসংযোগের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সুজিত ঘোষ।
বিজেপি যুব মোর্চার সভাপতি মিঠুন বর্মন বলেন, বিজেপি করার অপরাধে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই প্রথমে আমার পানের বরজে আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তারপর আবারও গতকাল রাতে নাগরখানা বাজারে বর্তমানে ডেকোরেটার্সের ভাড়া দেওয়া একটি দোকানে আগুন ধরিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তাতে প্রায় ১৫ লক্ষ টাকার আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়।”
রাতেই অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বক্সিরহাট থানার পুলিশ। ও আগুন নেভানোর কাজে হাত লাগাযন স্থানীয় বাসিন্দারাও।
অন্যদিকে অগ্নিসংযোগের অভিযোগে পুরোপুরি অস্বীকার করে তৃনমূল কংগ্রেসের ভানুকুমারী দুই নং অঞ্চল সভাপতি সুজিত ঘোষ বলেন, “বিজিপির বর্তমানে পায়ের তলার মাটি সরে গেছে। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। ওই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

Developed by