Breaking
1 Nov 2024, Fri

শহীদদের শ্রদ্ধা জানাবে রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী তৃণমূল নেতৃত্বরা

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কোচবিহারের তিন শহীদ বিমান, রবীন ও হায়দারকে শ্রদ্ধা জানাবে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্বের কয়েকজন সাংবাদিক সম্মেলন করে ওই শ্রদ্ধা অনুষ্ঠান করার কথা ঘোষণা করেন। মা ভবানী চৌপথী এলাকায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যালয়ে ওই শহীদ শ্রদ্ধা অনুষ্ঠান হবে বলে দলের জেলা সাধারণ সম্পাদক খোকন মিয়াঁ জানিয়েছেন।
১৯৮৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে ভেজাল তেল খেয়ে বেশ কয়েকজন মানুষের মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ওই বছর ৪ আগস্ট কোচবিহারে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হলে পুলিশের গুলিতে বিমান রবীন ও হায়দার নামে তিন জন শহীদ হন। তারপরের বছর থেকেই কোচবিহারে ওই তিন শহিদ শ্রদ্ধা জানিয়ে আসা হচ্ছে। এর আগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসে থাকার সময় মূল অনুষ্ঠান মিহির গোস্বামীর নেতৃত্বেই হতে দেখা যেত কোচবিহারে। গত বিধানসভা নির্বাচনের আগে মিহির বাবু তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কাজেই এবছর ওই শহীদদের শ্রদ্ধা জানাতে মূল অনুষ্ঠান কারা করবেন, তা নিয়ে জল্পনার সৃষ্টি হয়।
এদিন কোচবিহারে তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীরা দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিমান রবীন ও হায়দারকে শ্রদ্ধা জানানোর মূল অনুষ্ঠান করার কথা ঘোষণা করায় সেই জল্পনার অবসান ঘটল বলেই রাজনৈতিক মহল মনে করছেন।

Developed by