Breaking
24 Dec 2024, Tue

স্বেতিঝোরায় ধস,বন্ধ সিকিমের সঙ্গে শিলিগুড়ি যোগাযোগ

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের পাহাড়ে ধস নামল। প্রবল বৃষ্টিতে স্বেতিঝোরায় ধস নামে। এর ফলে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। এবং সিকিমের সঙ্গে শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গিয়েছে যে রবিবার সন্ধ্যা থেকেই টানা বৃষ্টি শুরু হয় পাহাড়ে। এর জেরে স্বেতিঝোরায় ধস নামে। এবং সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। যদিও প্রশাসনের তরফ থেকে ধস সড়ানোর কাজ শুরু করেছে। তবে বৃষ্টির কারণে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে ধস সড়ানোর কাজে।

Developed by