Breaking
24 Dec 2024, Tue

বাগডোগরা বিমানবন্দরের পেরিসেবল কার্গোতে চিতাবাঘের হামলায় আহত এক মহিলা,ব্যাপক চাঞ্চল্য

সোমবার বাগডোগরা বিমানবন্দরের পেরিসেবল কার্গোতে চিতাবাঘের হামলায় আহত এক মহিলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। আহত ওই মহিলার নাম শশীবালা রায়। জানা গিয়েছে যে এদিন ওই মহিলা পেরিসেবল কার্গোতে ঘাস কাটতে গিয়েছিলেন। ঠিক সেই সময় আচমকাই ওই মহিলার উপর হামলা চালায় চিতাবাঘটি। এই দেখে আশেপাশে থাকা স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে পাঠান।এবং সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপরদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এবং সেখানে চিতাবাঘটি খোঁজ শুরু করেছে বনকর্মীরা।

Developed by