Breaking
24 Dec 2024, Tue

একই রাতে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে

জেএনএফ ওয়েব ডেস্ক :-একই রাতে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে। গতকাল গভীর রাতে শান্তিপুর থানার মোল্লারবেড় বাঘাযতীন বিদ্যাপীঠ এবং খোলা মাঠ পাড়া প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটে। জানা যায় স্কুলের অফিসের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা মল্লাবের বাঘাযতীন বিদ্যালয়ের একাধিক আলমারি ভেঙে ফেলে। শুধু আলমারি নয় টেবিলের ড্রয়ার গুলো ভেঙে ফেলা হয়। সকালে গ্রামবাসীদের নজর পড়তেই খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সদস্যদের। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে শান্তিপুর থানায় খবর দেয়। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি সেভাবে কিছু চুরি না হলেও কোন উদ্দেশ্যে তারা এসেছিল তা তুই বুঝে উঠতে পারছে না তারা। বাঘাযতীন বিদ্যালয় এই প্রথম নয় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। স্কুলে নেই কোন রাতের প্রহরী নেই কোন সিসিটিভি ফুটেজ। যার কারণে রীতিমতো প্রশ্ন উঠেছে। অন্যদিকে পাশের গ্রামের কন্দলা মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয় ও চুরির ঘটনা ঘটেছে। কোন উদ্দেশ্যে দুষ্কৃতীরা স্কুলে তালা ভেঙে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Developed by