জেএনএফ ওয়েব ডেস্ক :- খবর পেয়ে এক নাবালিকার বিয়ে আটকালো নবদ্বীপের পুলিশ প্রশাসন। জানা যায়, নবদ্বীপ থানার অন্তর্গত মহিশুরা গ্রামের স্থায়ী বাসিন্দা নাসির সর্দারের সপ্তম শ্রেণীতে পাঠরতা আনুমানিক তেরো বছর বয়সী নবালিকা কন্যার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার লক্ষ্মীপুর সংলগ্ন এলাকায়।রবিবার দুপুরে ছেলের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারই আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন চলছিল মহিশুরা গ্রামের সর্দার পরিবারে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নাবালিকা মেয়েটির বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি মেয়ের আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁকে বিয়ে দিতে পারবেননা সর্দার পরিবার বলেও এই দিন পুলিশের সামনে লিখিত আকারে মুচলেখা জমা দেন নবালিকা মেয়েটির বাবা নাসির সর্দার। অভিযোগ, বিষয়টি নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ স্থানীয় ওয়েলফেয়ার অফিসারকে একাধিকবার জানানো সত্ত্বেও নাবালিকাটির বিবাহ আটকানোর বিষয়ে কোনো রকম উদ্যোগ নিতে দেখা যায়নি ব্লক প্রশাসনকে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতুত্তর না পেয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই দিন দুপুরে মহীশূরা গ্রামে পৌঁছে নাবালিকাটির বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান আটকায় নবদ্বীপ থানার পুলিশ। যদিও পাত্রপক্ষ পছন্দ হয়ে যাওয়ার কারণে এইদিন শুধুমাত্র আশীর্বাদ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি করেন সর্দার পরিবারের সদস্যরা। মেয়ের আঠারো বছর পূর্ণ হওয়ার পরই তাঁরা বিয়ের অনুষ্ঠান করতেন বলেও এই দিন দাবি করেন নাবালিকা ছাত্রীটির বাবা নাসির সর্দার। পরে পুলিশের হস্তক্ষেপে লিখিত মুচলেকা দিয়ে বন্ধ হয়ে যায় নাবালিকা ছাত্রীটির বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান পর্ব।