Breaking
23 Dec 2024, Mon

সেবাই সংকল্প কার্যক্রমের অঙ্গ স্বরূপ স্বেচ্ছাসেবী সংগঠন মীরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী

  জেএন এফ ওয়েব ডেস্ক :- সেবাই সংকল্প কার্যক্রমের অঙ্গ স্বরূপ স্বেচ্ছাসেবী সংগঠন মীরা ফাউন্ডেশনের উদ্যোগে   রবিবার  করোনা  অতিমারীর করাল গ্রাসে প্রাণ হারানো মানুষের স্মরণার্থে বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজিত হল  পান্ডাপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি এন্ড  ওয়েলফেয়ার অর্গানাইজেশন  প্রাঙ্গণে। এদিন পথ চলতে সাধারণ মানুষদের মধ্যে  ১০০ টি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়।  সংগঠনের যুগ্ম সম্পাদক চয়ন ঘোষাল বলেন   বিগত রবিবার থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদের স্মরণে  ১০০১টি চারা গাছ  রোপন করার কর্মসূচী নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সৌপ্তিক  ঘোষ, সহ সভাপতি বীর পার্থ পাল, যুগ্ম সম্পাদক চয়ন ঘোষাল সহ অন্যান্যরা।

Developed by