Breaking
23 Dec 2024, Mon

বিয়ের দাবীতে ধর্নায় তরুনী,চাঞ্চল্য ইটাহারে

জেএনএফ ওয়েব ডেস্ক :- বিয়ের  দাবীতে প্রেমিকার বাড়িতে ধর্নায় বসলেন এক তরুণী রবিবার । এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্ল’ভপুর অঞ্চলের বুয়ালতোর গ্রামে। এদিন দুপুর নাগাদ ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের ডহল গ্রামের সামসুল হক এর মেয়ে জাসমিন খাতুন দুপুর নাগাদ দুর্লভপুর অঞ্চলের বুয়ালতোর গ্রামে প্রেমিক দিলয়ার হোসেন এর বাড়িতে ধর্নায় বসলেন। বাড়ির সামনে এলাকার সাধারণ মানুষ ভিড় জমায় ঘটনাটিকে কেন্দ্র করে । এদিন প্রেমিকা জাসমিন খাতুন বলেন দেড় বছর আগে দিল্লিতে দিলহার হোসেন এর সঙ্গে পরিচয়ের মাধ্যমে  ভালোবাসা শুরু হলে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় দিলহার।  কিন্তু, এর কিছু দিন  পর থেকে আর কোন সম্পর্ক রাখে না দিলহার।এরপর সে খোজ খবর নিয়ে  জানতে পারে দিলয়ার বিবাহিত।  কিন্তু, তবুও সে নিজের সম্মান রাখতে দিলয়ার কেই বিয়ে করবে বলে দিলয়ারের বাড়িতে উপস্থিত হয়। কিন্তু,  নিজের দাবী পুরন করতে এলে  দেখে দিলয়ার ও তার মা বাড়ি থেকে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছে।  নিজের দাবি পুরন না হলে এখানেই থাকবে বলে জানায় জাসমিন । যদিও এলাকার বাসিন্দা হায়দার আলী বলেন সুরুন দুই অঞ্চলের এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেও অভিযুক্ত ব্যাক্তি বর্তমানে দিল্লিতে রয়েছে।  তার মা বাড়িতে না থাকলেও অন্য এলাকায় রয়েছে, আমরা তরুনী কে বোঝানোর চেষ্টা করি কিন্তু কোন কথাই শুনছে না, স্হানীয় সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।

Developed by