জেএনএফ ওয়েব ডেস্ক :-কাটিহারের মেয়রকে গুলি করে খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাকেত শুভম।গত ২৯শে জুলাই বিহারের কাটিহারের মেয়র সিবরাজ পাশোয়ানকে গুলি করে খুন করা হয়। এর পরেই গোটা ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটিহার থানার পুলিশ জানতে পারে খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত শিলিগুড়িতে লুকিয়ে রয়েছে। কাটিহার থানার পুলিশের একটি দল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট সাথে যৌথ অভিযান চালায় শিলিগুড়ির মিলন পল্লিতে। এরপর এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করে সাকেত শুভমকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতকে রবিবার শিলিগুড়ির আদালতে তোলা হবে। এবং সেখান থেকে তাকে ট্রাঞ্জিট রিমান্ডে তদন্তের জন্য কাটিহার নিয়ে যাবে বিহার পুলিশ।