জেএনএফ ওয়েব ডেস্ক :-ডিউটি করে ফেরার পথে আক্রান্ত পুলিশ কর্মী, বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখা হয় ওই পুলিশকর্মীকে, পরে স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি ওই পুলিশকর্মী। ঘটনাটিটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। সূত্রের খবর কৃষ্ণনগরের বাসিন্দা প্রীতম রায় দীর্ঘ দুই বছর ধরে নবদ্দীপ থানায় কর্মরত। জানা যায় তিনি 15 দিন অন্তর বাড়ি ফিরতেন। গতকাল সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফিরছিলেন হঠাৎ রাস্তায় ওই এলাকার কিছু ছেলের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ এর পরেই তাকে বেধড়ক মারধর করা হয়। ইট দিয়ে মেরে মুখ দেখলে দেওয়া হয়। চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পড়ে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে পরিবার এবং স্থানীয়রা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিসকর্মীর স্ত্রী পিংকি রায়ের দাবি ওই এলাকারই কিছু যুবক তাকে মারধর করেছে। কি কারনে এমন ঘটনা তা তিনি না বলতে পারলেও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কোন অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি।