Breaking
23 Dec 2024, Mon

শিলিগুড়িতে অবৈধ কল সেন্টারে হানা পুলিশের,আটক এক মহিলা সহ তিন

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের একবার শহর শিলিগুড়িতে অবৈধ কল সেন্টারের হদিস।শনিবার দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ইসকন মন্দির রোডে অবৈধ কল সেন্টারে হানা দেয় ভক্তিনগর থানার পুলিশ। এরপর সেখান থেকে এক মহিলা সহ দুই যুবককে আটক করে পুলিশ। এবং ওই অবৈধ কল সেন্টার থেকে বেশ কিছু কম্পিউটার,মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার হয়েছে। যদিও পুলিশের সন্দেহ যে কল সেন্টার থেকে মানুষকে প্রতারণা করা হত। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছেন পুলিশ। এর পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অবৈধ কল সেন্টারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

Developed by