জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে এক যুবককে আটক করে পুলিশ। এবং ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেশি পিস্তল ও কার্তুজ। এরপর ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম অজয় দে(২১)। সে সূর্যসেন কলোনি এলাকার বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবং ধৃত যুবকের বিরুদ্ধে আগেও থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।