Breaking
23 Dec 2024, Mon

৮৯ লিটার চোলাই সহ দুজনকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক:-চোলাই মদ সহ দুজনকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। সাঁকরাইল ব্লকের কুলটিকরির জঙ্গল কুড়চি এলাকা থেকে ৮৯ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সাঁকরাইল থানার পুলিশ। এছাড়াও কিশোরী রানা ও শ্যামাপদ দাস নামে দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ বেঙ্গল এক্সাইজ ১৯০৯ সালের আইন অনুযায়ী ধারায় মামলা রুজু করেছে। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।

Developed by