জেএনএফ ওয়েব ডেস্ক :- ষাঁড়ের তাণ্ডপে প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসী। বিগত বেশ কিছুদিন ধরে নদীয়ার নবদ্বীপ পৌরসভার মঙ্গল চন্ডী তলা, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে প্রাপ্তবয়স্ক বিশাল আকৃতির একটি ষাঁড়। যার তাণ্ডবে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন ওই এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছেন ষাড়টির আক্রমণে। সম্প্রতি ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী বিশ্বনাথ সেন ষাঁড়ের আক্রমণে গুরুতর আহত অবস্থায় বর্তমানে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কিছুদিন যাবৎ এলাকা জুড়ে তান্ডব চালিয়ে যাচ্ছে ষাঁড়টি। পথচলতি মানুষজন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ভাবে আক্রমণ চালাচ্ছে তাদের ওপর। ফলে ষাঁড়ের আক্রমণে ইতিমধ্যেই ওই এলাকার বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও এইদিন হাসপাতালের বেডে বসে অভিযোগ করেন বিশ্বনাথ বাবু। কয়েকদিন আগে নিজের বাড়ি থেকে বেরোনোর সময় অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায় ষাঁড়টি। ধাক্কা সামলাতে না পেরে রাস্তার উপর ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা উদ্ধার করে তাঁকে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বলে জানান তিনি। ষাঁড়ের আক্রমণে বড়োসড়ো কোন দুর্ঘটনা ঘটার আগে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত স্থানীয় প্রশাসনের বলেও এই দিন জানান আক্রান্ত বিশ্বনাথ সেন।