Breaking
23 Dec 2024, Mon

ফের মাথাভাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ যুবক

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল মাথাভাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ আইসি বিনোদ গজমের নেতৃত্বে একটি টিম তৈরি করে কুর্শামারি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে। আজ তাঁদেরকে আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডে চাওয়া হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার মাথাভাঙ্গা থানায় মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল সাংবাদিক বৈঠক করে জানান, আজ গোপন সূত্রে খবর পেয়ে কুর্শামারি থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আব্দুল মনি, মুজিবুল হক। তাদের বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকার সাতগ্রামে। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং চারটে কার্তুজ পাওয়া গেছে।আজকে তাঁদের মাথাভাঙ্গা আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডে চাওয়া হবে।
তিনি আরও জানান, এই দেশি পিস্তল কার্তুজ কোথা থেকে পেল, কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সমস্ত বিষয় পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করা হবে। এর আগে তারা এই পিস্তল ব্যবহার করেছিল কিনা এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Developed by