Breaking
23 Dec 2024, Mon

করোনার তৃতীয় ঢেউ রুখতে ভোর বেলা থেকে মানুষকে সচেতন করতে পথে নামলো কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকরা

জেএনএফ ওয়েব ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ রুখতে ভোর ৫টা থেকে মানুষকে সচেতন করতে পথে নামলো কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকরা। আজ জেলা শাসক ও সদর মহকুমা শাসকের পক্ষ থেকে মেজিস্ট্রেট পথে নেমে সাগরদীঘি চত্বরে যারা মাস্ক ছাড়া বেরিয়েছে তাদের ফুল দিয়ে হাত জোড় করে সচেতন করলেন। এছাড়াও যারা মাস্ক হীন অবস্থায় বাজারে, সাগর দিঘি চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন তাদেরকে মাস্ক বিতরণ করা হয়।প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজ্ঞানীরা সন্দেহ প্রকাশ করে ছিলেন যে করোনার তৃতীয় ঢেউ সম্ভবত উত্তরবঙ্গ থেকে সারা রাজ্যে তার পর সারা দেশে ছড়াতে পারে সেই উত্তরবঙ্গের একটি জেলা কোচবিহারের মানুষের মধ্যে এই অসচেতনটা চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে।

Developed by