জেএনএফ ওয়েব ডেস্ক :-জুয়ার ঠেক চালানোর প্রতিবাদ করায প্রতিবাদকারীকে না পেয়ে তার ভাইকে মারধোর করলো একদল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতয়ালি থানার চারগেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ঐ চারগেট এলাকায় একটি বাড়ির সামনে স্থানীয় কিছু যুবক জুয়ার বোর্ড চালাত। এরফলে এলাকায় সমাজবিরোধীদের আনাগোনাও হত বলে অভিযোগ। এই জুয়ার বোর্ড চালানোর বিরোধিতা করে স্থানীয় যুবক অভিষেক। বিরোধিতা করার ফলে তাকে হুমকিও দেয় ঐ যুবকেরা। গতকাল জুয়ার বোর্ড চালনকারিরা অভিষেক কে না পেয়ে তার ভাই অনিলকে মারধোর করে। সেই সময় অনিলের এক বন্ধু রামপ্রসাদ তার সাথে ছিল তাকেও মারধোর করে বলে অভিযোগ। তারা দুই জনেই শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিষেক বলেন, “ আমাদের এলাকাতে অনেকদিন ধরে ওরা জুয়ার বোর্ড চালাত। কয়েকবার এলাকার অনেকেই বারণ করে কিন্তু তা তারা কর্ণপাত করেনি। এই জুয়ার বোর্ড চালানোর ফলে বাইরের সমাজবিরোধীরা এলাকায় আসা যাওয়া করত। এইদিন আমি বারণ করায় ওরা আমাকে মারার হুমকি দেয়। আমাকে না পেয়ে ওরা আমার ভাইকে মারধোর করে”।
হাসপাতালে শুয়ে অনিল বলেন, “ আমি ও আমার বন্ধু কাজ থাকে বাড়ি যাব বলে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ একদল দুষ্কৃতি এসে বাঁশ ও লাঠি দিয়ে আমাকে ও আমার বন্ধু রামপ্রসাদকে মারধোর করে। আমার ও আমার বন্ধুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধোর করে। আমাদের মারতে দেখে রাস্তার পথ চলতি ব্যক্তিরা ছুটে আসলে ওরা পালিয়ে যায়। পথচলতি মানুষেরা আমাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।