Breaking
24 Dec 2024, Tue

নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ি ভাটাখানার ধরধরা নদী থেকে

জেএনএফ ওয়েব ডেস্ক :- একদিন থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ি ভাটাখানার ধরধরা নদী থেকে। মৃতের নাম  কিরণ চন্দ্র দাস (৮০)। বাড়ি দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে। পরিবার সুত্রে জানা গিয়েছে এক দিন থেকে নিখোঁজ ছিলেন কিরন৷ গতকাল বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ভাটা খানা এলাকায় ধরধরা নদীতে দেহটি ভেসে উঠে।  ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Developed by