জেএনএফ ওয়েব ডেস্ক :- – সামনে দুর্গা পুজো। কিন্তু পুজো উদ্যোক্তা সহ পুরোহিতরা বিনা ভ্যাকসিনে পুজো মন্ডপে প্রবেশ করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পুরোহিতদের মনে ? এখনো অনেক পুরোহিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পায়নি, ফলে দুশ্চিন্তায় পড়েছে আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চ জটেশ্বর শাখার সদস্যরা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চ জটেশ্বর শাখার মোট সদস্য সংখ্যা ৫৪ জন, তার মধ্যে প্রায় ৩০ জন পুরোহিত সদস্য এখনও প্রথম ডোজ পায়নি। তাদের বক্তব্য, বিনা ভ্যাকসিনে যদি পুজো করার অনুমতি পাওয়া না যায় তাহলে চরম বিপাকে পড়তে হবে তাদের। তাদের অভিযোগ, সরকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজ অবধি পায়নি তারা। ফলে করোনা কালে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাদের বলে জানান তারা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চ জটেশ্বর শাখায় ধুলাগাও, দেওগাঁও,গুয়াবর নগর, প্রমোদনগর, কাজলী হল্ট,বেংকান্দি,হেদায়েত নগর, জটেশ্বর, ডালিমপুর, মুজনাই সহ বিভিন্ন এলাকার পুরোহিতরা সদস্য রয়েছেন। তাদের দাবি দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা সহ আর্থিক সহায়তা প্রদান করতে হবে।