Breaking
24 Dec 2024, Tue

চিকিৎসাধীন মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে জওয়ানকে সাসপেন্ড করল সিআরপিএফ

জেএনএফ ওয়েব ডেস্ক :-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক সিআরপি জওয়ানের বিরুদ্ধে। ওই অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বেলপাহাড়ির ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে তুমুল উত্তেজনা ছড়াল। স্থানীয়দের হাতে প্রহৃত হন ওই জওয়ান। কোনও মতে পালিয়ে ওই জওয়ান স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগারে লুকিয়ে পড়েন। এলাকার কয়েকশো বাসিন্দা স্বাস্থ্যকেন্দ্র ঘিরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সিআরপিফ কর্তারা সেখানে যান। কিন্তু বিক্ষোভকারীরা লিখিত প্রতিশ্রুতির দাবিতে রাত পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান। জানা গিয়েছে, দিন তিনেক আগে মাকড়ভুলা এলাকার এক আদিবাসী মহিলা ওদলচুয়া স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করেন। বর্তমানে তিনি ওই স্বাস্থ্যকন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এদিন দুপুরে আউটডোরের শেষে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই সিআরপি। ডাক্তার দেখানোর নাম করে তিনি মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েন। এমনকি জওয়ান মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। অভিযোগ, মহিলা ওয়ার্ডে ঢুকে ওই প্রসূতি মহিলাকে জড়িয়ে ধরেন অভিযুক্ত জওয়ান। মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এমনকি স্থানীয় বাসিন্দারা ব্যাপক মারধর করেন। প্রাণ বাঁচাতে তিনি লুকিয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে দফায় দফায় স্থানীয় বাসিন্দারা এসে বিক্ষোভ দেখান। ওই অভিযুক্ত জওয়ানের নাম নিমিষ কুমার। তিনি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বুড়িঝোর ক্যাম্পের ১৮৪ নম্বর ব্যা঩টেলিয়ানের জি কোম্পানির জওয়ান। ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের কমাড্যান্ট অফিসার বি আর মিনা ওই জওয়ানকে সাসপেন্ড করেছেন।

Developed by