Breaking
24 Dec 2024, Tue

হাসপাতালের ভেতরে অবৈধ ভাবে চলা মদ্যপান ও গাঁজার ঠেক ভাঙতে প্রশাসনের অভিযান

জেএনএফ ওয়েব ডেস্ক : অবৈধ ভাবে হাসপাতালের ভেতরে চলে মদ্যপান গাজার ঠেক,গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে অভিমান চালান হয় । নেতৃত্বে কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ । কৃষ্ণগঞ্জ থানার আই সি বাবীন মুখার্জী সহ পুলিশ আধিকারিকরা ।বিডিও জানান হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ।এখন থেকে মাঝে মাঝে পুলিশ অভিযান চলবে । যদিও এদিন অভিযান চালিয়ে কাউকেই ধরতে পারেনি পুলিশ। পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। আমি ওদের দাবি একটা হাসপাতালে ভেতর প্রতিদিন রাতে বহিরাগতরা বেআইনিভাবে গাড়ি পার্কিং করে এবং রাতের অন্ধকারে মদ্যপান করে। এর আগেও একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রসাশনের এহেন পদক্ষেপে খুশি সকলেই ।

Developed by