Breaking
24 Dec 2024, Tue

শিলিগুড়ি পৌরনিগমের নতুন আবর্জনা সংগ্রহের গাড়ির উদ্বোধন করলেন পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি পৌরনিগমের নতুন আবর্জনা সংগ্রহের গাড়ির উদ্বোধন করলেন পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এদিন বাঘাযতীন পার্কের সামনে পতাকা নেড়ে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা। এই বিষয়ে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেন যে সমস্ত আবর্জনা সংগ্রহ গাড়ি গুলো পৌরনিগোমে ভাড়াতে খাটছিল সেই সমস্ত গাড়ি গুলোকে সরিয়ে দেওয়া হল। আজকে নতুন ওয়েস্ট ভ্যান সেগুলো বিভিন্ন বরোতে দিয়ে দেওয়া হল। এর পাশাপাশি তিনি আরও যে আরও কিছু মেশিনারি আমাদের শহরের জন্য প্রয়োজন। আপনারা জানেন যে ডাম্পিং গ্রাউন্ডকে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইটা গ্রিন করার জন্য একটা প্রকল্প কেএমডি তারা ১৮ কোটি টাকা দিয়ে করছেন। আর আমরাও দৈনন্দিনের আবর্জনা গুলোকে যতটা সম্ভব দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের চেয়ারম্যান ও বোর্ডের উদ্যোগে “সবুজ শিলিগুড়ি পরিষ্কার শিলিগুড়ি”এই স্লোগান নিয়ে এগোচ্ছি।

Developed by