Breaking
24 Dec 2024, Tue

কোচবিহারে বিজেপির শ্রমিক সংগঠনের সম্পাদক সহ ২০জন নেতা কর্মী তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে যোগ

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের কোচবিহার বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করল বিজেপির শ্রমিক সংগঠনের ২০ জন নেতা কর্মীরা। বুধবার কোচবিহার জেলার কোচবিহার জেলা মালবাহী অটো পিকআপ ওয়ার্কার্স ইউনিয়ন (মজদুর সংঘ অনুমোদিত) এর সম্পাদক নিতাই দেবশর্মা ও বাবাই ভৌমিক ওরফে বক্সা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।এদিন তাঁদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিজেপি ছেড়ে যারা তৃনমূলে যোগদান করলেন তারা মমতা বন্ধোপাধ্যেয়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃনমূলে যোগদান করেন।
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেওয়ার পর কোচবিহার জেলার বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক নিতাই বসু বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিজেপির শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। কিন্তু মমতা বন্ধোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর তার যে উন্নয়নের ধারা ও কর্ম কান্ডে অনুপ্রাণিত হয়ে আজ বিজেপি ছেড়ে শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের নিয়ে তৃনমূল যোগদান করলাম।
এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আজ কোচবিহার জেলা বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক সহ ২০ জন নেতা কর্মী তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র যোগ দান করলেন। আমরা বিজেপির সবাইকে দলে যোগদান করাচ্ছি না। যারা তৃনমূলে যোগদান করতে চায় তাঁদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমরা তাঁদের দলে যোগদান করাচ্ছি। এতদিন তারা বিজেপির সাথে যুক্ত ছিল। মমতা বন্ধোপাধ্যায় উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃনমূলে যোগদান করল। কারন এখন যেহেতু নির্বাচন নেই তাই ২০২৪ সালের লোকসভার নির্বাচনে জেলায় যাতে তৃনমূলের ভালো ফলাফল বা ব্যাপক ভাবে জয় লাভ করতে পারে সেই লক্ষ্যেই আজ তাঁদের আমরা তৃনমূলে যোগদান করালাম।

Developed by