জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রতিবন্ধী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নিল মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লক অফিসে দশটি অঞ্চলের থেকে দুজন করে প্রতিবন্ধী মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ এর ব্যবস্থা করেন। যেখানে প্রতিবন্ধী মহিলাদের মশারি, ব্যাগ, ব্যাচ ইত্যাদি সামগ্রী বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আর সেই প্রশিক্ষণে স্বাবলম্বী হয়েছেন মাথাভাঙ্গা ১ নং ব্লকের প্রতিবন্ধী মহিলারা। বুধবার মাথাভাঙ্গা ১ ব্লক বিডিও সম্বল ঝা সেই প্রতিবন্ধী মহিলাদের কাজ পরিদর্শনে যান।
এই বিষয়ে মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, ব্লক অফিস থেকে অসহায় মানুষদের জন্য বিভিন্ন রকম সহযোগিতা করা হয়ে থাকে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অসহায় মানুষেরা বিভিন্ন সহযোগিতা পাচ্ছে।
তিনি বলেন, মাথাভাঙ্গা ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকার দুজন করে প্রতিবন্ধীকে এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় তারা ব্যাগ,মশারী ব্যাচ বানানোর কাজ করছে এতে এলাকার প্রতিবন্ধী মহিলারা স্ব-নির্ভর হচ্ছে। তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।
এদিন ওই প্রশিক্ষনে থেকে স্বালম্বী হতে পেরে খুশি মহিলারাও, হোসনেয়ারা বিবি, আয়েশা বিবি-রা বলেন, আমরা ব্লক অফিসে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছি। আর এতে ভালোরকম আয় ও হচ্ছে।তাই ব্লক প্রশাসনের এই উদ্যোগকে কে ধন্যবাদ ও জানিয়েছেন তারা।
মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির নারী-শিশু সমাজকল্যাণ ও ত্রাণ কর্মদক্ষ কল্যাণী রায় বলেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যে উদ্যোগ গ্রহণ করেছে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হোক এটা আমি চাই। ভবিষ্যতে তাদের সরকারিভাবে ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।