Breaking
1 Nov 2024, Fri

মাথাভাঙ্গায় মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গায়। মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল চত্বরে ওই উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস (৩৫)। তার বাড়ি মাথাভাঙ্গা বেলতলা এলাকায়। অভিযোগ, গত রবিবার ওই ব্যক্তি বিষাক্ত কিছু খাবার খায় বা পয়জন খেয়ে নেয়। তারপর তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এরপর আজ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে পড়ে অসুস্থ হয়ে যায়। সেখানে প্রায় ৪০-৪৫ মিনিট ধরে ছটফট করতে করতে মারা যায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে হাসপাতাল চত্বরে। পরে পুলিশ এসে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মৃত ব্যক্তির দাদা বলেন, গত রবিবার মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি হন। আজকে বেড থেকে একা জরুরি বিভাগের সামনে এসে অসুস্থ হয়ে পড়ে যায়। সেখানে পরে দীর্ঘক্ষণ ছটফট করতে থাকে কিন্তু হাসপাতালের দায়িত্বে থাকা কেউ এগিয়ে আসে নি। সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আমরা এই ঘটনায় চিকিৎসকের শাস্তি চাই যাতে পরবর্তীতে আর এমন কোনো ঘটনা না ঘটে।
যদিও এ বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সুপার দেবদ্বীপ ঘোষ বলেন, এই ধরনের ঘটনা কাম্য না। তবে রোগীটির আগেও এমন করছে হাসপাতালে স্টাফরা নিয়ে গেছে। আজ সকালে বাইরে বেরিয়ে আসেন ওই রোগী। তবে চিকিৎসকরা রোগীটিকে নিতে গেলে বাইরে থেকে কিছু লোকজন বাধা দেন। তবে তিনি এই বিষয়ে সিকিউরিটি গার্ড ও অন্যান্য স্টাফদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

Developed by