Breaking
1 Nov 2024, Fri

চা পাতার দাম নিম্নমুখী জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চাষী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল জেলার টিবোর্ডের আধিকারিকের কাছে

জেএনএফ ওয়েব ডেস্ক :- চা পাতার দাম নিম্নমুখী। বিভিন্ন বটলিফ ফ্যাক্টরগুলি কেজি ১৫ টাকা দরে কাচা চা পাতা কিনছে চা চাষীদের কাছ থেকে। প্রবল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র চা চাষীদের- এ নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল জেলার টিবোর্ডের আধিকারিককে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে ক্ষুদ্র চা চাষীদের যেতে হচ্ছে। পাতার দাম খুবই কম। বর্তমানে ১৫ টাকা কেজি দরে বিভিন্ন ফ্যাক্টরি চা পাতা কিনছে। যেখানে তাদের উৎপাদনে খরচ হচ্ছে কেজিপ্রতি ২০ টাকা। তাই প্রবলভাবে এই আর্থিক লোকসান সামলানো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ২০০৩ সালের টি মার্কেটিং কন্ট্রোল অনুযায়ী  কাঁচা চা পাতার দাম নির্ধারণ করতে পারে শুধুমাত্র টি বোর্ড অফ ইন্ডিয়া। কিন্তু বটলিফ ফ্যাক্টরিগুলি স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করে চলেছে বলে অভিযোগ করেন তিনি। আগামীতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিজয় গোপাল বাবু। এ বিষয়ে জলপাইগুড়ি টি বোর্ডের আধিকারিক সুবীর কুমার হাজরা বলেন বিষয়টি জেলাশাসকের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

Developed by