Breaking
24 Dec 2024, Tue

সয়দাবাদে ৩১ নং জাতীয় সড়কের উপর গ্যাস বোঝাই ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির,চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের সয়দাবাদে ৩১ নং জাতীয় সড়কের উপর গ্যাস বোঝাই ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম মহম্মদ জামসেদ(৩৩)। সে উত্তর দিনাজপুর জেলার ধামিগছ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন সকালে ওই ব্যক্তি ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা গাছে জল দিচ্ছিল। ঠিক সেই সময় একটি গ্যাস বোঝাই ট্যাংকার ওই ব্যক্তিকে পিষে দেয়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তি। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। অপরদিকে এই ঘটনার পরেই গ্যাস বোঝাই ট্যাংকারের চালক ট্যাংকারটি রেখে পালিয়ে যায়। পুলিশ গ্যাস বোঝাই ট্যাংকারটি আটক করেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by