Breaking
24 Dec 2024, Tue

চম্পাসারিতে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলারের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি ৪৬নম্বর ওয়ার্ডের চম্পাসারিতে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলারের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের নাম উদয় রায়। মৃতের স্ত্রী কংগ্রেসের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন বর্তমানে তিনি বিজেপির হয়ে এলাকায় কাজ করছিলেন। জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান বাড়ির ছাদে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই বিষয়ে মৃতের স্ত্রী শিখা রায় বলেন যে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এবং চিকিৎসা চলছিল। তবে কেন তিনি এরকম করলেন বুঝতে পারছেন না। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার থানার পুলিশ।

Developed by