জেএনএফ ওয়েব ডেস্ক :- মঙ্গলবার নয় দফা দাবিতে শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ দেখাল আশা কর্মীরা। এরপর একটি স্মারকলিপি শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের হাতে তুলে দেন। তাদের দাবী গুলো হল প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে মাসিক ভাতা দিতে হবে। এবং তাদের বকেয়া টাকা রয়েছে সেই টাকা অবিলম্বে প্রদান করতে হবে। তৃতীয় দাবি হল সমস্ত স্তরের পৌর স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা দিতে হবে। তাঁদের বর্তমান মাসিক ভাতা মাত্র সাড়ে চার হাজার টাকা। তাও সঠিক সময়ে মাসিক ভাতা পাচ্ছেন না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছিল যে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা ভাতা হিসাবে এক লক্ষ টাকা করে পাবে কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত পাননি। এর পাশাপাশি আরও বলেন যে যদি তাদের দাবীগুলো না মানা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দলন নামবেন।