Breaking
25 Dec 2024, Wed

বর্তমান সরকারের আমলে দীর্ঘ দিনের আশা পূরণ হতে চলেছে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডালিপুর এলাকায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডালিপুর এলাকায় সেতু তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। বর্তমান সরকারের হাত ধরে সেই দাবি পূরণ হতে চলছে। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। জটেশ্বর-২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল বলেন, দক্ষিণ ডালিমপুর বুদার স্কুল সংলগ্ন এলাকায় সেতু তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। বর্তমানে সেতুর দু’পাশের রাস্তার কিছু কাজ চলছে। মাসখানেকের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি, কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে চলেছি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন। আজ সেই সেতু তৈরি। এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডালিমপুর গ্রামে বীরকিটি নদীর উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই গ্রাম পঞ্চায়েতের থেকে সেখানে সেতু তৈরির সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, এই সেতুর জন্য প্রায় ৪২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করা হয়। বর্তমানে সেতুর টির কাজও প্রায় শেষের দিকে। আর মাত্র মাসখানেকের মধ্যেই পুরো কাজটি শেষ হয়ে যাবে। তারপর থেকে এলাকার মানুষজন ওই সেতুটি দিয়ে যাতায়াত করতে পারবেন।

Developed by