Breaking
25 Dec 2024, Wed

উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে কোচবিহারে আন্দোলন অব্যাহত ছাত্রছাত্রীদের, পথে নামল ছাত্র সংগঠন ডিএসও

জেএনএফ ওয়েব ডেস্ক :- উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে কোচবিহারে অসন্তুষ্ট ছাতছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজও দিনহাটার পেটলায় নবিবক্স হাসকুলের উচ্চামধ্যমিকের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। একই ভাবে তুফানগঞ্জের এনএনএম হাইস্কুলে নম্বর বাড়ানোর দাবিতে আন্দোলন করে সেখানকার উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা। পাশপাশি উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সৃষ্টি হওয়া পরিস্থতি মোকাবিলায় আন্দোলনে নেমেছে ছাত্র সংগঠন ডিএসও।
এদিন গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ওই ছাত্র সংগঠন। কোচবিহার শহরের হরিশ পাল মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে ওই যানজট মুক্ত করে।
আন্দোলনকারী ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন স্কুল কলেজে পঠনপাঠন বন্ধ থাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা চরম সঙ্কটে। এই পরিস্থিতিতে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজে পঠনপাঠন চালু করার দাবী জানাচ্ছে ওই ছাত্র সংগঠন। এছাড়াও পঠনপাঠন বন্ধ থাকা সত্ত্বেও প্রত্যেক স্কুল কলেজে ফি নেওয়া হচ্ছে। আমাদের ছাত্র সংগঠন ওই ফি মুকুবের দাবী জানায়।

Developed by