জেএনএফ ওয়েব ডেস্ক :- দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। চিকিৎসকরা বলছেন, কঠোরভাবে মেনে চলতে হবে করোনার বিধি নিষেধ। কিন্তু জটেশ্বরে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না করোনা নিয়ে। অধিকাংশই যথাযথভাবে মাস্ক ব্যবহার করছেন না। শিকেয় সামাজিক দূরত্ববিধি। এ অবস্থায় রবিবার সাত সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে কোভিড সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয় এবং অসচেতন ব্যক্তিদের মাস্ক পড়িয়ে দিল জটেশ্বর এক ও জটেশ্বর দুই নং অঞ্চল তৃনমূল কংগ্রেস। কোভিড প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু এরপরেও এক শ্রেণীর সবজান্তা মানুষ তা মানছেনা। এই অবস্থায় এদিন প্রায় ৫০০ মাস্ক বিলি করে তৃনমূল কংগ্রেস। এলাকার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।