জেএনএফ ওয়েব ডেস্ক :- সিকিমে ডেল্টা ভেরিয়ান্ট করোনা ভাইরাসের হদিস মেলার পর আরো কড়াকড়ি হল সিকিম সরকার। সিকিমে পর্যটকদের ঢোকার ক্ষেত্রে বাংলা সিকিম সীমান্ত রংপু এলাকায় সিকিম সরকারের তরফে সমস্ত পর্যটকদের নিয়মমাফিক rt-pcr টেস্ট রিপোর্ট নেগেটিভ অথবা ডবল ডোজ ভ্যাকসিন এর শংসাপত্র দেখে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে সিকিমে। এছাড়াও ঢোকার মুখে সিকিম সরকারের স্বাস্থ্য দপ্তরের টিম সমস্ত তথ্য খতিয়ে দেখে যাচাই করে স্ক্রিনিং করে তবেই সিকিমে প্রবেশ করতে অনুমতি দেয়া হচ্ছে পর্যটকদের। অন্যদিকে সিকিম থেকে পশ্চিমবঙ্গে ঢোকার ক্ষেত্রে বাংলা সিকিম সীমান্ত মল্লিতে নাকা চেকিং করা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। নিয়ম অনুযায়ী RT-PCR টেস্ট রিপোর্ট নেগেটিভ বা ডবল ডোজ ভ্যাকসিনের শংসাপত্র দেখে তবেই বাংলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে সিকিম থেকে। অন্যদিকে জানা গেছে এর জেরে বহু পর্যটক সিকিমে গেলেও এই মুহূর্তে সিকিমের অধিকাংশ পর্যটন কেন্দ্র গুলি বন্ধ রয়েছে এছাড়াও সিকিম সরকারের করাকরি নিয়মের কারণে বহু পর্যটক ভ্রমণের সম্পূর্ণ না করেও ফিরে আসছে।